গুমোর দেখিয়ে একলা আকাশ
অঝোর ধারায় কাঁদে
মেঘলা বাদলের সেই ঘুমঘুম রাতও
জাগার তাড়নায় একসময়
উঁকিঝুঁকি আধখোলা জানালায়...


গুরুগুরু গর্জনে আকাশ ভাঙ্গা মেঘ
মাথা বাঁচিয়ে ছাতার ছোটাছুটি
বড়রাস্তায় হাঁটুবন্দী জল
লাজুকলতা টিউশন যেতে এগিয়ে
চোখ মেপে, গলির মুখেই থমকায়...


তবুও চলা চলছে, শেষ হবার নয়
মানুষ, জল আর আবর্জনায় ধস্তাধস্তি
মোটরবাইক আদরে চলে হাত ধরে যাত্রীর
দুজনই পাশাপাশি,একটু যেন বেশী মূল্যই পায়
আজও এরা সবাই কিন্তু সূর্য তাপের অপেক্ষায়...