আপন জনের কাছে
নিজের এ মুখ,
নিশ্চিন্তে খোলসে বন্দী
নীরব শামুক।


দূরভাষে ইতালি বা ফ্রান্স,
বিমানে ওই প্যারিস, লন্ডন,
ট্রেনে  হিমগিরি, রাজধানী,
ইচ্ছেমতোই নিশ্চিত ভ্রমণ;
....সবশেষ।


এখন শুধু এককাপ চা,
সুখটানে একমুখ ধোঁয়া,
প্রেয়সীর নেশেল, না দৃষ্টি!
মায়াময় একটুকু ছোঁয়া;
....অনিমেষ।


আপন জনের কাছে
এখন এ বুক,
খোলস মুক্ত, স্ব ভাবে
চলন্ত শামুক।


ডিম লাইটে ঘর।