রোজকার মতই বসন্ত বাতাসে
নিয়মিত হাঁটি ভোর হলে,
তোমাকেও হাঁটতে দেখেছি কখনোবা
মিষ্টি রোদ গায়ে মেখে,
বটঝুরির কার্নিশে একটু বিরাম!


বলো তো এমন কেন হয় না
আমাদের রোজের পথেই
তোমার প্রিয় বটগাছের তলায়,
আমিও দাঁড়াবো পাশাপাশি
রোদমাখা পাতাগুলো হাসবে মিটিমিটি।


নদীর বুকে ছায়াসুখ থাকবে ভালবাসার,
ভাবনাদলের বড়ই তাড়াহুড়া
শূন্য দৃষ্টি মেলে তাই আজো দেখে যাই.
চেনাজানা গাছতলায় শান্তিসুখ থাকলেও
আমার প্রতীক্ষায় কেউ নেই দাঁড়িয়ে!!!