সূর্য তো রোজই ওঠে, আলো ছড়ায়...
তবুও ভোরের সুর এক থাকে কই?
অক্ষ বদলায়,কাল পাল্টে যায়,
সাজে আর বেশে পাই না তো কোনো থই।


চোখ পাতায় তবুও জলধারা ঝরে,
কথায় বা ভাষায়, কাছে কিংবা দূরে,
সুখে নয় দুঃখে। দিশেহারা  উত্তরে,
নিমেষ বদলে যায় মনের গভীরে...


মেঘ চাপা পড়া রবিই কিরণমালা!!!
কালো ছায়া কখনো বা দেখি এ মননে ,
জানি - একদিন তা ভুলবে সব জ্বালা,
শান্তিও শেষে বুঝি মেলে হুতাশনে...