শেয়ার ট্যাক্সি চড়ে পকেট খরচাই বাঁচে,
শেয়ার হয়না, শেখার কি দরকারই বা আছে?
কটমট করে দেখি প্যাসেঞ্জার মোটা হলে,
নিজভাগের দখল কেউকি আর ছাড়তে চায়?


আপিসে টিফিনে বেশ কিছুটা পুষিয়ে নিতে চাই,
ঝুড়ি ঝুড়ি মিথ্যে মাঝে নিজেকে বড় মনে হয়,
বুঝি না ওরাও কল্পনায় মৌচাকে ঢিল মারে,
শেয়ারবাজারে শেয়ার নেই , মাথা গরম শুধু।


টিভি সিরিয়ালে চলার ক্লেদ হালকা কিছুটা,
নিজেই তো চরিত্র বনে যাই, শান্তিও পাই,
ঘরে বসে যা বলতে পারিনা, চরিত্র তা বলে,
ঘাড় নাড়ি ইচ্ছে মতো, তাও তবু শেয়ার নয়।


শেয়ারে জায়গা না পেয়ে, অগত্যা মধুসূদন!!!