শেয়াল হলেও
পণ্ডিতই বটে!
জীবনে মরনে
কতকিছু ঘটে।


কিছু থেকে যায়
কিছু যায় উড়ে,
কিযে থাকে আর
কিবা যায় সরে?


বিচারের ভার
পণ্ডিত সকাশে।
কেয়া হুয়া ! বলে
লাফ দিয়ে আসে।


মাথা ঝেঁকে বলে,
"শোনো বাপু শোনো,
সত্য থাকে তায়
সন্দ নাই কোনো।


যারা  মিথ্যাচারে
ধুয়ে মুছে যাবে।
পণ্ডিত বাক্য
অমরত্ব পাবে । "