এই কবিতার মধ্যে
একটা পাহাড়চূড়া খুঁজছিলাম,
টুকরো পাথর থাকবে
মনের মতো বরফ থাকবে
অপ্রত্যাশিত অভিযান থাকবে
সঙ্গে থাকবে যুদ্ধ যুদ্ধ খেলা...


দেউলিয়া শেরপার মতোই
ধ্বসের মুখ থেকে বাঁচানোর
বেশ কিছু রসদও ছিলো,
খেলা-যুদ্ধে গুটিয়ে গেছে অনেকটা!
অভ্যাসবশতঃ গুটিকয়েক লোক
নিয়মিত খোঁজে আজ পর্বতারোহীদের...


আরেক যুদ্ধের ফাঁকে কিছুটা সময়
নতুন করে ভাববার অবকাশ।
কবিতা কিন্তু ঘুরে দাঁড়ায় হাল না ছেড়ে;
পাহাড়চূড়ায় যাবার নতুন প্রস্তুতি
অনিয়মিত অভিযানও শুরু!
বেজে ওঠে রণদামামা, সাইরেন...


আর কবিতায় শেরপার চোখের জল।