ধীরে ধীরে টালমাটাল অবস্থা তুচ্ছ করেই
সদ্য হাঁটা শিশুর মতো
বন্দর ছেড়ে সাইরেন বাজায় জাহাজটা
অথচ ওই বন্দর ছাড়তে কতই না টালবাহানা
মাঝে মাঝে মনে উদয় হয়
সংসার সাগরে ভাসার আগে শৈশব কাঁদুনি...


সামনের দুর্গম পথে অসংখ্য ঢেউয়ের ঝাপটা
খুব ভালো করেই সে জানে
এর পরবর্তী ঝঞ্ঝা সামলানো
নিতান্তই আকস্মিক বুদ্ধির ওপর নির্ভরশীল।
কেউ জানেনা নিশ্চিত ভবিষ্যৎ
কখনও সে ফিরে আসে, কখনও ফেরে না।


হয়তো বা হারিয়ে যায় কালসিন্ধুর টানে,
আর এটাই জীবন রীতির অন্তিম ও শেষ আশ্রয়।