ভীড়ের ভেতর একা হারিয়ে যাওয়ার আনন্দ
যখন মাতাল করছিল মনটা,
পাশাপাশি চলার পথেই হলো নতুন আবিষ্কার!
কথা অনেক ভাষা ছাড়াই;
তারপর ভীড়ের থে‌কে নিজেদের আলাদা করা...


একসময়ের চলার পথের লক্ষ মানুষ থে‌কে
আমাদের চলা বদলায়,
কথা ভেঙে গাঁথুনিতে ভাবী ইমারত!
নতুন কক্ষপথে ভাষাহীন কথাও
পরিবর্তনের ভারেই অপ্রাপ্তি ছড়ায়...


আবার নতুন করেই ভাবতে ইচ্ছে করে,
অন্তহীন না বলা কথার অনুভূতি-
ফিরে আসে না, মেঘের মতই বড় দুর্লভ!
আর ঠিক তখনও পাশেই জনতার ভীড়
কিন্তু আমি দেখি, শুধুই শূন্য মরিচীকা...