সাগরের ভেতর থেকে ঝড় উঠবেই
আছড়ে পড়বে বোধের ওই প্রাচীরে,
হারাবে জেনো, না চাইতেই পাওয়া
টুকরো টুকরো সে ভালবাসাগুলো।


আবার ঠিক তখন মাথাচাড়া দিয়ে
বেড়িয়ে আসবে হাজারো বিষন্নতা,
যদিও সবই বৃত্তটার গণ্ডির ভেতরে
পারস্পরিক দায়বদ্ধতা মেনে নিয়ে।


বাইরের দিকে থাকা সব জলা জঙ্গল
পড়ে রইবে অবাঞ্ছিত অতিথির মতো,
তাদের সামলানোর লোক থাকবে না।
গয়ংগচ্ছ পৃথিবীর এই চলন চলমান!


ঘেরাটোপে কতিপয় আপনার লোক
আগুনের উন্মাদনার দিকে তাকিয়ে-
ভাববে,আমি ছিলাম-মন্দ ছিলাম না,
কিন্তু তখন বহুদূরে,সীমানা ছাড়িয়ে।