বৃষ্টি ভালো             আকাশ কালো
             স্বস্তি এলো না,
অল্প তাপে             ভ্যাপসা ভাপে
            গরম গেলো না।


আকাশ তলে         রোদ আর জলে
            চলছে নানা ঢং,
খেলার মাঠে               সুয্যি পাটে
           রামধনু দেয় রং।


দিয়ে তালি              সবাই খালি
            বলে,'ধনুক চাই',
রঙিন ছায়ে              পূবের নায়ে
            ময়ুরকণ্ঠী পাই।


অবাক চোখে           মর্তলোকে
           নানান পারিজাত,
সাথে নিয়ে            যায় হারিয়ে
          নামলো সন্ধ্যারাত।