রাজসূয় যজ্ঞানলে
অশ্বারোহীর আস্তাবলে
নিত্যই চলে,
পাগলা ঘোড়ার লাগামহীন
ছোটাছুটি, বাড়ে ঋণ...


শীতকালীন বাহারে
জমজমাট আসরে
ঘুরে মরে,
আলো-নেশেল দৃষ্টি ক্ষীণ
কিছু পোকা, পরাধীন...


আর্থসামাজিক ত্রাস
আসনের বিন্যাস
বাইরে সন্ন্যাস,
দখলদার জমি কব্জাধীন
সাপুড়ে, বাজায় বীণ...


তবুও কোনো প্রাতে
নতুন বুকির হাতে
শেকল-ভাঙা রাতে,
নজরে পাই দৈত্য কিংবা জীন
চিলের চোখে, আসে সোনালী দিন ।