উজ্জ্বল এক জোছনা আলো
পাহাড়চূড়  নিয়ে  এলো
                হিমেল শুভ্র শীত-চাদর;
মখমল  মোড়া  রাতে
গাছপালা বরফেতে
                চাইছে ওই  সূর্য  কদর।


নীলজলে পাথুরে পা
সোনালী রোদ সংগে চা
             ওই দূরেই পাইন সারি,
সিন্ধ্ তো নয়নাভিরাম
কোমল তুলির সংগ্রাম
                স্বপ্নরাজ্যে মন ভারি।


*** এখানে "চা > চাওয়া"