কালের স্পন্দন
বিশ্ব স্রষ্টা,
মেঘের স্পন্দন
নাদ স্রষ্টা,
মনের স্পন্দন
শিল্প স্রষ্টা।


লহর উচ্ছলিত
হয় আঘাতে,
জল তরঙ্গিত
হয় আঘাতে,
মন আন্দোলিত
হয় আঘাতে।


মনের আঘাত
জীবন আলোড়ন
সৃষ্টির চেতনা।
প্রতি কষাঘাত
জীবনের জয়ে
মুক্তির প্রেরণা।


আঘাত বা স্পন্দন
সংগ্রামের উৎস
স্বাগত তাদের,
পানসে জীবনে লাঠি
প্রথম পদক্ষেপ
জীবন জয়ের।