সাগরের অনন্ত আক্রোশ হতেই
ঝিনুকটা দানাবালি লুফে নিলো!
বদলানো ভাসমান দৃশ্যের শেষে
সেই শুক্তির আগমনেই একদিন
ক্ষত সৃ‌ষ্টি করে তা চুড়ান্ত নির্মল।


ফুল ফোটে, ফোটার সময় হলে
পাপড়ি মেলছে আধবোজা আঁখি
মৌমাছির গুঞ্জনেতে কানাকানি!
অপেক্ষমান পরাগে রেনুসংযোগ
বন্ধ দরজায় আগাম সৃষ্টির সুখ।


ঝিনুক চলে যায় রেখে মুক্তজল
ফুলও নুয়ে পড়ে অমরত্ব রেখে।
অনন্তের এ ভ্রমন শেষ হবার নয়
সীমাহীন কালের ও চলার পথেই
কানপেতে শুনেছি সৃ‌ষ্টির উল্লাস!