ভাবিনি বন্ধু শেষের দিনে তোমাকে ছেড়ে,
শুধুই একা বাঁচতে হবে মনের জোরে।
জীবন মালী ফুলে ফলে জীবন ভরে;
ছিন্নমূলে কাঁটা দেবে তা ভাবি কী করে?


বনমালী হয়ে এই বাগানে ছিলাম আমি,
বিধুবনের নতুন বেশেতে ভুবনস্বামী,
এ মন তবু খুঁজে নিলো কেন কবরভূমি?
চলতে হলো একলা মনেই  ব্যাথাভরে।


আবার আমি চোখের জল মুছে নিয়ে,
সাজাই মন অনাহূত এক অশ্রু দিয়ে ;
বিষের বাটি নিতে হলো এ মন রাঙিয়ে;
এই কী সেরা নজরানা তার জখম করে?


যেখানে আছো আজো একা পরাণ ছুঁয়ে,
বলো এ মন আছে সেথা কী শান্তি নিয়ে?
প্রেমে নুয়ে দিয়েছি আমি সব বিছিয়ে,
ভুললে সে ভালোবাসা তুমি কিসের জোরে?


এখনো বলো বাঁচি আমি আর কেমন ভা‌বে?
শূন্যমনে সাঁঝের এ দীপ কে জ্বালাবে?
বুঝে গেছি নেভা আলোয় এমনি ভাবে;
তোমায় ছাড়াই বাঁচতে হবে মরে মরে।