অজস্র কান্না জড়ানো চোখ ফেটে,
নতুন কোনো গাছের কল জোটে।
কাঁটা ভরা গাছেতে রক্ত গোলাপ,
সত্যের সাথেই মুখোমুখি আলাপ-
গোপন কখ‌নো কবিতা হয়ে যায়,
জীবন দর্শন বুঝি খাতার পাতায়!


হয়তো কখনো সে সব চিত্রলিপি,
নিজভুলে হারিয়ে যাবে চুপিচুপি।
ফুটন্ত কুঁড়িগুলো অসময়ে ঝোলে,
পড়লে তা মিথ্যে সময় জঞ্জালে!
টুপটাপ অনায়াস গাছ হতে ঝরে,
বেহালার ছড়ের আঁচড়ে আঁচড়ে।


আকাশছোঁয়া চাওয়ার যত নেশা,
ঘনকালো আঁধারির সুপ্তজিজ্ঞাসা।
মাটির পবিত্রতায় খোলস  বদল,
হোমানলে আগুনের মত উজ্জ্বল।
আবার পতঙ্গের ছোটা কিছুকাল,
নিশ্চিন্তে মাটিতেই নতুন সকাল।