কালো মেঘে পড়ন্ত বিকেলে...


হয়তোবা একদিন এভাবেই,
গন্তব্য ভুলেই চলা আনমনে...
বলাকারা এসে যেখানে সেই-
অস্তসূর্য আড়ালে এককোণে।


লাঘব হয়না তবুও মনভার!
নেই দলভাঙ্গার তোড়জোড়,
যাত্রাপথে শৃঙ্খলা আরবার
মুগ্ধকরে দিগন্তে আঁখিডোর।


ঝুপ করেই দেখি একসময়
অন্ধকার করে সন্ধ্যা আসে,
শঙ্খে বধু করেন দিগ্বিজয়।
শুধু কবি-চিন্তা মুক্তাকাশে-


ভেসেই বেড়ায় সূর্যসকালে।