আর কতকাল সবার মাঝে থেকেও একা হবো
শব্দের জটাজালগুলো সব কেটে ছেঁটে
চারপাশে ছড়িয়ে ছিটিয়েও কিন্তু  
পড়ে থাকে বেশ কিছুকথা,
আচ্ছা! এটাকেও কি তোমরা ভাষণ বলবে?


আর ভালো লাগেনা এইসব ভাসমান ভাষণ
কতটা ভিজবো চিঁড়ের মতো
ওই ফলারের প্রতীক্ষায়
যদি কেউ দেশলাই আনতো মুক্তমনে অজান্তে
দিশারি বলে বাড়িয়ে দিতাম এই জোয়ারহাত।


একটা কথা বারবার বলবোই
আজ আর একা নই
ওদের সক্কলের হাতে আমি কলম দেখেছি,  
সুবিশাল এক সাম্যবাদের কলম!
কেঁপে কেঁপে উঠেছে সবাই সুতীব্র চিৎকারে।