হোক  নয়  বড়  ইমারত,
ঘরের  দরজা  খুলে পথ!
শহীদের যত রক্ত  আজ,
মানুষ গড়তে ভিত্ কাজ।।


সঠিক স্রোতে ধারণ্ বৎ,
কর্মে  গড়ছে  মনোরথ।
স্বাধীনতাই মাটি - সুখ,
অক্লেশে দেখে বড় বুক।।


ভালোবাস এ  জগৎময়,
করো না  তায়  অপচয়।
মন্দ  ভালোর   পরিচয়,
সঠিক আলোয় শেষহয়।।


এ থাকাই তো সীমা নয়,
সবাই সুখেতে যদি  রয়।
আড়ালে নয়  হটাও দুখ,
পথেই শেষ যা ভুলচুক।।