স্বপ্ন তো আর জল নয়, তাই বেশ রঙিন,
অনেক সাদাকালো ছবির মধ্যেও দেখি-
বেশ তৎপরতা নিয়ে সাজানো থরে থরে।


বাঁচার নেশায় কুলিমজুরের হাঁটা দেখেছি,
অজানা পথে, পরিচয় একটাই বাস্তুহারা!
স্বপ্নের রঙিন ছবিগুলোতে জলরঙ ছিলনা।


এরপর বহুদিন কেটে গেছে,আঁধারেই তবু!
এখন স্বপ্ন দেখলেহ আঁতকে উঠি - তেষ্টায়,
ঘুম ভেঙে যায়। হৃদয়ের যন্ত্র‌ণাই কমে না।


রঙিন স্বপ্ন কেন জলতলে নজর দেয় না?