বুঝতে পারবে এসব কথা
কবিতা 'ভাবনা ' পড়ে,
শাসন কেমন আসন পাতে
খোকার জগৎ জুড়ে!


দ্বিতীয় কবিতা -


ভাবনা


ভাবছিল বসে খোকা
আকাশেতে উড়বে,
প্রজাপতি রঙে রেঙে
ফানুসেই চড়বে।


ডানা মেলে উড়ে যাবে
বলাকার মতো,
পৃথিবীর পাহারায়
যাবে অবিরত।


খবরটা আছে ওই
গ্রহান্তরিরা,
বড় কাছে এসে সব
দিচ্ছে পাহারা।


নিশানায় চোখ রেখে
ভাবতে যে হবে,
আজো না ভাবলে ঠিক
বেলা বয়ে যাবে।


"খোকা,ঘরে চলে এসো,
দিদিমনি আসবে"
আমি যদি এত পড়ি
এটা কে ভাববে!


পাঠ


ছেলেবেলায় গপ্পোবলায়
কিম্বা পড়ার জন্য,
'দোলন দা' ছিলো  ওর জীবনের
আদর্শ অনন্য,
উনি ছিলেন গৃহশিক্ষক,
বন্ধু এবং সঙ্গী,
ওর কথারই যাদুতে খোকন,
দেখতো মেঘের ভঙ্গী।


কুঁচবরণ কন্যা মেলতো
মেঘবরণ চুল,
বিশেডাকাত করতো পুজো
নিয়ে জবার দুল,
স্পষ্ট ছিলো এসব দৃশ্য
আকাশজোড়া মেঘে,
দাদার লেখা কবিতা খোকাকে
জাগাতো নবরাগে।


ইচ্ছে ছিলো তাকে নিয়েও
কবিতা লিখুক দাদা,
ইচ্ছেপূরণ করলেন উনি
ফুরালো কবিতা সাধা।


(চলবে)