পাঠ -


ভাবনা খোকন অনেকের চেয়ে
বেশিই ভাবে,
মা বাবা তাই চিন্তার জড়োসড়ো।
নতুন নতুন  কল্পনাতে যখন
খোকন  ডোবে,
বোঝাই যায়না বয়সে সে নয় বড়ো।।


সুযোগ পেলেই যায় বাগানে
প্রজাপতির পাখার টানে
রঙবাহারে চোখ জুড়িয়ে নিতে।
সবুজ মাঠে নদীর ঘাটে
নানা রঙিন ফুল যে ফোটে
রঙিন পাখি মাতে সুরের গীতে।।


যেতে যেতে স্তব্ধ গতি,
কাঁটাতারেই বাগান ইতি,
বেড়া ডিঙিয়ে যাবার আশাটা
কূল খুঁজে না পায়।
ফিরতি পথে আপন মনে,
আঁকে আবার তুলির টানে,
কেমন করে রূপনারায়ণও
কাঁটাতারেই গায়।।


পড়াশুনায় মন্দ নয় সে,
সময় মতোই পড়তে বসে,
মন ভরেনা তাতেও কারো আর।
ওর হিসেবে কেউ চলে না
তাই অঙ্ক কিস্যু মেলেনা
যখন কাটেনা মনে দুখের ভার।।


পড়ার চাপে পড়তে গেলে,
অক্ষর সব ডানা মেলে,
এদিকে ওদিকে ছোটে অবিরত।
মন বসে না খোকন বসে,
মন ঘোরে ও নীল আকাশে,
উড়ে যাওয়া মেঘ পরীদের মত।।


(চলবে)