নিজেই একদিন অল্প একটু সময় করে
একবার এসেছিলে আমার মুক্ত দুয়ারে,
মুখে ছিলো  আলাপনে বিদায়-সুরবাণী
রাগের মূর্ছনায় পেয়েছি অনিন্দ্য বাঁধুনি।


হয়তো সেটাই তোমার নিজের স্বরলিপি
নিপুণ ছোঁয়ার দানে যাছ ধূসরপাণ্ডুলিপি,
তারপর  খুঁজেখুঁজে শুধু হয়রানই হয়েছি
আশায় বুকবেঁধে সপ্তকে দিনগুনে গেছি।


আবার জানিনা কবেই বা  সাক্ষাৎ পাবো
হয়তো কোনও নতুন পথেই একত্র হবো,
জেনো বন্ধু সে হবে আমার এ স্বপ্ন পূরণ,
আবার নতুন সুরে হবে এই নব জাগরণ।