যেখানে প্রথমেই রবির কিরণ-
ছুঁয়ে যেতো বৃক্ষ-বেদী-প্রাঙ্গন,
সেইখানেই বাসা বেঁধেছিলেম।
ছাতিমে মাতাল  গন্ধের প্রেম!


দুটি চোখে ছিলো শ্রাবণ ধারা!
চরণমূলে ধূলিটিও ছিলো ধরা,
ইচ্ছে ছিলো নাহয় ডুবে যাবো।
নত হবার আগেই বিসর্জিবো!


ছবি-পায়ের পদধূলিই নিলাম!
তোমার দেয়া পাগলা হাওয়ায়,
গলা মিলিয়ে হারিয়ে যাওয়ায়,
জীবনটা খাপ খাইয়ে নিলাম।


এবেলা একথা খুব মনে পড়ে!
মনেতে এসেই ঘুমাও আরবার,
আমার আমিকে ঘুচিয়ে আমার
আঁখিনীরে, ডুববো মনগভীরে।


   (বাইশে শ্রাব‌ণের শ্রদ্ধাঞ্জলি)