জানি একদিন চলে আমায় যেতেই হবে!
নতজানু হয়ে প্রণামটি তোমার-
তবুও,
আমার কাছে অমর হয়ে থাকবে।
সেদিন আবারও আমার হবে,
নীলাঞ্জনা কৃষ্ণচূড়ায় রাঙিয়ে যাবে ...


তোমার মুখের আদলখানি জলে ভরবে,
আমার হবে, নিবিড় হবে,
অরূপ বীণা,
মায়ায় কায়ায় কথা বলবে,
দুই দিগন্তে মেঘমল্লার বেজেই যাবে,
আমার হবে, আমারই হবে...


ওষ্ঠে মৃদু হাসির রেশটি ঝিলিক দেবে,
তুমি এসে দূরের আমাতে মিলিয়ে যাবে,
রুদ্ররূপ ঝঙ্কার তুলে,
আমার হবে, কেবলমাত্র আমারই হবে ...