বাগান থেকে তোলা হয়েছিল ও ফুলটা,
তখনও তরতাজা,ধবধবে সাদা একদম,
পাশাপাশি দুটো পাতা ইন্ধন যোগাচ্ছিল,
শক্ত ডালের শেষ প্রান্তে ছিলো অবস্থান।


হালকা গন্ধেই মাতোয়ারা ছিলাম দু'রাত,
ডিমলাইটেও মাধুরী ছিলো রামধনু রঙে,
তবু এলো সকাল, কোন দৈত্যপুরী হতে!
অসহনীয় উত্তাপে এখন নিজেই বিভ্রান্ত।


দুদিনের ম্যাগ্নোলিয়া হলুদ হয়ে ঝরে গেল,
ওর মিষ্টি এক সুবাস রেখে,আজ বৃন্তচ্যুত।
ঠান্ডার জন্যে খুঁজেছিলো অসময়ের মেঘ,
বাতাস এসে উড়িয়ে দিলো তা অন্যপথে।


অসহায়ের কবর নিয়ে কেইবা আর ভাবে?