পাওয়া গেলো না আশার আলোয় উদ্ভাসিত
কোনো ঘটনাকে চিত্রায়িত করার উপায়,
শান্তশীল কবির প্রেরণা
কেবলমাত্র আমার বুকে ছাই চাপা আগুন হয়ে
জ্বলতেই লাগলো অনিবার,
এবার বর্তমানকে নিয়েই চললো গবেষণা।
মনে হলো, আলো না পেলেও
সত্য তো মিলবে কিছু কিছু....


সবচেয়ে বড়ো কথা ভাঁওতা এড়িয়ে চলা তো যাবে।
যদি এই আঁকিবুকি হতে বেড়িয়ে আসে
বর্তমানের নগ্ন রূপায়ণ;
হতেও পারে তাতে ভবিষ্যতের পূর্ণ আলোড়ন!
তারে বলে দিও কবর খুঁড়ে বার করতে
সেই লজ্জা ঢাকবার জন্যে একটি শ্বেতবসন,
যেখানে ঘটবে কোনো ভাবীকালের পরম প্রেরণা,
আর সাথে সাথে নগন্য এই কবির অন্তিম শয়ান...


                   - : স মা প্ত : -


*** আগামীকাল এই পাঁচ পর্ব একসাথে পোস্ট
করব। কেউ কেউ একসাথে  পড়াই পছন্দ করে
বলে। শুভসকালে শুভকামনা।