(৩০/৪/২০২১ এর পর এই তিন পর্বের প্রকাশ)

ঘটনার গুরুত্ব বিচারে যা পূর্ণ যোগ্যতায়
তাও কিন্তু প্রকাশের আওতায়
কিছু সত্য গোপনীয়তার দোষে দুষ্ট হতে বাধ্য,
মানে এককথায় পুরোটা বলা যাবে না!
নজর এড়াবে না তা কখনোই
বিরুদ্ধ শক্তির আক্রমণ হতে এতটুকুও,
আজ যার বলে বলিয়ান এই ক্ষুব্ধ সমাজ।
অথচ না বলতে পারলে দায় রয়েই যাবে...

বারংবার মিথ্যের উচ্চারণ
শুনেছি সত্য হয়ে ওঠে,
টিকুক বা নাই টিকুক;
সাধারণ মানুষেরা ভাবছে , হয়তো সত্যি!
তবুও এটা নিশ্চিত - ছাড়পত্র পাবেনা
সেই লেখা কোনভাবেই,
ফলবশতঃ সেসব উপকরণ প্রকাশের অযোগ্য?
আস্তে আস্তে মুছতে লাগলো ঘটনা সম্ভার...

                                ক্রমশঃ

           (পঞ্চম খণ্ডে সমাপ্য)