একটা টাট্টু যদি পেতাম-
লাট্টু সেজে বনবনিয়ে,
এই পৃথিবীর নানান কোণে,
বিঁধিয়ে শলাকা খুবলে মাটি,
জগৎ উপড়ে দিতাম।


মাত্র একটা মনের মতন
টাট্টু যদি পেতাম...


ভিজে বারুদের স্তুপে,
ধরবে না আর আগুন কখনো।
ভিজে বেড়ালের গোঁফে!
দুধের বাহার থাকলেও জেনো,
মৎস্যমুখে! সবই অন্ধকূপে...


ভিজে বারুদ ছেড়ে দিয়ে তাই
খুঁজছি নতুন তাজা!
আজো নিশানা তাক করে যাই,
রাজা সাজানোর মজা!
নজর ঠিকরে ; শুধু আগ চাই...


পালের ভেড়া সেজেই দাঁড়িয়ে,
অপেক্ষা করি টানে।
কি হবে বলো দলটা বাড়িয়ে,
একটা টাট্টু কিনে,
চমকে দাও শলাকা জ্বালিয়ে ...


মাত্র একটা মনের মতন
টাট্টু যদি পেতাম।
লাট্টু সেজে বনবনিয়ে
এই পৃথিবীর নানান কোণে
বিঁধিয়ে শলাকা খুবলে মাটি
জগৎ উপড়ে দিতাম।


শুধু একটাই মনের মতন
টাট্টু যদি পেতাম...


২৩/০১/২০
পানিহাটি