তোমাদের তালিকা ভুক্ত পূর্বপুরুষদের দলেতে
আমার নাম কিন্তু উজ্জ্বল এবং অধিকার বলেই।
প্রেতাত্মার অন্নজলও সেও গ্রহন করে নিয়মিত...


একদিন এই দেহরক্ষা করে সকলের মতোই -
বিদায় নিতে হয়েছিল মায়া ভরা জগৎ ছেড়ে।
বছর চল্লিশেক তো বটেই, বেশিও হতে পারে...


ছত্রছায়ায় বেড়ে ওঠা সকলকেই নজরেও রাখি,
বেশ রমরমায় শ্রীবৃদ্ধি ঘটছে বিদায়ের পরপর ।
তফাৎ নজরে এলো -গাড়ির দোলদুলুনির পরে ..


আস্তে আস্তে নিজঘর হতে দরদালানে আস্তানা।


এখন তো কারোর সন্ধ্যায় ঘরে বাতি জ্বলেই না -
টিউশন নয় বার্থডে পার্টি সে সময় গিলে নিয়েছে।


ছবিও মালা ছাড়াই। আর পরিস্কার! সে তো দুরস্ত।
মনে মনে ভাবি, না! মায়া নয়! বিদায় তো কাছেই।


তৈলচিত্রেই যার দেখি তেলচিটে ভাব ধরে গেছে...
বলোই না,
লজ্জার মাথা খেয়ে সে আর বাঁচে কার জোরে?