তখনও একটা দিন ছিলো, থমথমে দিন,
লাল কাগজে ঢাকা থাকতো স্ট্রিট লাইট।
বাতাসের বারুদ-প্রতীক্ষায় প্রতিটি ক্ষণ,
দু পয়সার বিনিময়ে স্বাধীনতা কাগজে,
লাল নীল কালি দিয়ে অপরিণত হাতে
আশশেওড়ার তুলিতেই পোস্টার লিখন...


দিন আরও এসে আবার চলেও গিয়েছে,
'কেউ কখ‌নো গরীব থাকে না আজীবন'
এই নীতির আশ্রয়ে কাটা  দিনগুলোতে,
বহু  প্রাচুর্যের পরিচয়ও মিলেছে এরপর।
কিছুই চিরস্থায়ী নয় বলেই আবার হয়তো,
চলে গেছে কয়েকটা দশক গিলে ফেলে...


উন্নতির ধ্বজায় ওরা অর্থ প্রচুর  দিলেও,
কখনোই কিন্তু দিনগুলো ফেরত পাইনি,
চঞ্চলতায় উচ্ছল টানটান সময়ের কথা!
ভেবেছিলাম, ইতিহাস বুঝি মনে রাখবে -
তেমন হলো কই? সবই সলিলসমাধিতে!
সময়ে ওরা কেউ শিকড়ের যত্ন করেনি ...


শুধু হারিয়ে যাওয়া এক অবহেলিত অধ্যায়...
হিমেল এক অন্ধকারে... আজও ঠান্ডা ঘরে...