*সমসুত্রে গাঁথা


এক) ঊর্ণনাভ জালে


           ব্যস্ত  ঊর্ণা বসে শুধু জাল
     বোনে, নিমেষে হারায় স্বপ্ন মালায়,
       পাগল এ জীবনও প্রমাদ গোনে।


দুই) আকূল পাথারে


      এইতো কাছাকা‌ছি ভালই আছি,
   দৃষ্টি  হারিয়ে দু হাত বাড়িয়ে, দেখতে
          কি পাও কতদূরে গেছি...


তিন) যন্ত্রণা ভুলে


          ফুল ফুটেছে গন্ধে মেতেছে,
   বেদনা ভুলে কাঁটার মূলে, ফুলদানিতে
             কেউ কি হাত রেখেছে...