অস্তিত্বের স্বাদ খুঁজে পেয়েছে চারণভূমি,
উচ্ছলিত ঝরনার স্পর্শে মাতোয়ারা প্রেমী,
গতিশীল জীবনের সন্ধিক্ষণে - কানে এলো,
বানভাসি হৃদয় আর্তনাদ। পা থমকালো...


গল্পেই গল্প অবসান! সঠিক রাজবেশ।
বসন্তের সবুজ ফাগুয়া ধুয়েমুছে শেষ।
খেপা বাউলের নায়ে জীবনের ফাঁকে ফাঁকে,
সুদূর খোয়াই হতে - অজয়ের বাঁকে বাঁকে...


উদাসী নেশা এতটুকু সুখ সাগরকে ঘিরে,
যেখা‌নে এক মৎস্যকন্যা মানুষের ভীড়ে,
স্থির দৃষ্টি, চেয়ে থাকে, বলে, "না, কিছুতেই না"
"ছেড়ে দিলে সোনার গৌর ..." বলে সহজিয়া মা।