এক


আছে সবুজবন,
কবিমন পীতরোগে!!
নিত্য জ্বালাতন।


দুই


পাকা ঘরে যারা,
বস্তিবাসীর
ছোটো এক চারা।


তিন


কল্পলোকে যান,
ঘুরলেই বুঝি
মহা মুল্যবান।


চার


খেলছো নিয়ে প্রাণ,
শিশুর থে‌কে দূরে  
রাখো সেই ঘ্রাণ।


পাঁচ


সেলফি জটিলতা,
মাঠ ঘাট পেরিয়ে
ডাকলো নীরবতা।


ছয়


বনসাই জীবনে,
মধ্যবিত্ত
প্রমাদ গোনে।