দুই পিঠ

আকাশের রবি
রবির আকাশ
মুদ্রার ছবি।

মনোপাঠ

কখনো ঠিক দুপুরে
বই বুকের ওপরে
চরিত্র ছলে বলে।

বন্ধন

ভালোবাসা তো দিলাম
নিপুণ বাঁধন বেঁধে
আগুন পেয়েছিলাম।