সমসূত্রে বাঁধা


১) আজও এখনো


       বড়র গরজে ইচ্ছেনদীতে মাঝি
   পাঠিয়ে - সাঁতারুর কাছে, মাঝে যারা
  আছে - মরলো সবাই জালেতে জড়িয়ে।


২) এরাও মানুষ


                   ছুটে যায় ওরা-
           চোখের জলে, ডিঙিয়ে চলে-
                   করোনার কারা।


৩) বেলা যায়
  
         যোগ বিয়োগের খেলা এখনো
চলছে- সারাবেলা,অবহেলা-সঙ্গী বলেই
            খেলাঘর ভয়ে কাঁপছে।