একসুত্রে গাঁথা


এক) মায়া কাটলো

    মায়া পঞ্জিকাও শেষ হলো, তবুও
ধরনী এগিয়ে সরণি, সমস্ত ভয় এড়িয়ে        
     নিজের পথ নিজেই বুঝে নিলো।


দুই) নবীন যাত্রা


      বেড়িয়ে এলো সময়মতো গ্রহণ
শেষে, সূর্যের তেজে বলীয়ান যে, সামান্য
      অদলবদলে তার কি যায় আসে?    


তিন) এগিয়ে কদমে


    ভ্রান্ত ধারণা কখনো জেতে না,
বিজ্ঞানিদের আদর্শে ফের, প্রমাণিত
      হলো অনুন্নত, সেই গননা।