নুয়ে পড়ার আগে যে  ফুল  সূর্যপ্রণাম করতে চায়,
হে  বিশ্ববিধাতা, তাকে  তুমি   চিরমুক্তিই  দিয়ো।
ঘন আঁধার নেমে এলেও তো সূর্যাস্তের  প্রতীক্ষায়,
নুয়ে পড়ার আগে সে  ফুল সূর্যপ্রণাম করতে চায়!
দর্শন  দিয়ে তারে দেখো একবার ও কত অসহায়,
একটু না হয় মাটির পরশ দিয়েই বক্ষে তুলে নিও।
নুয়ে পড়ার আগে যে ফুল  সূর্যপ্রণাম করতে চায়,
হে  বিশ্ববিধাতা, তাকে  তুমি  চিরমুক্তিই  দিয়ো।


                      (ট্রায়োলেট ফর‌ম্যাট)