উৎসব শুরু হলো চারপাশে মহাসাজ,
আনন্দে ফুরফুরে বন্ধ সবার কাজ।
খোকা বলে, "শোনো বাবা রাতে খাব বিরিয়ানি,
মায়ের রেহাই হবে বেড়াবো একটুখানি। "
শুনে বাবা রেগে টং, " কি বললি? ফের যেন,
তোর মুখে এইকথা না শুনি আর কক্ষনো!"
শুনে খোকা চুপচাপ মার কাছে যায় চলে,
গিয়ে কয়, " বলোতো মা বাবা কেন রাগে জ্বলে?
আমি তো ভাল বলেছি, তবু বাবা রেগে গেল! "
এবারে মা উঠে বসে বাবার ঘরেতে এলো।
এসে বলে, "পরবতে কেউ রাগারাগি করে?
ছেলেটা কাঁদছে দেখ, কি বলেছ তুমি তারে?"
বাবার রাগ কমে না, মাকে হেঁকে বলে যায়,
" বিড়ি আনি খাবে বলে, ছেলে তাকে ধমকায়!"
" হায় হায় কি বুদ্ধি! ও কি কোন বিড়ি কিনে
বলেছিল- এসে খাবে বা মাতবে সুখটানে?
দোকানের বিরিয়ানি খাবার এই বায়না,
আমার কষ্ট যে তার সহ্য কিছু হয় না ,
তুমি মিছে রেগে গিয়ে ওকে ভুলই বুঝলে,
উৎসবে ছেলেটাকে ফালতু কেন কাঁদালে?"
"ওমা! ছিঃছিঃ তাই নাকি! যাই তবে ওর কাছে,
কড়া অঙ্কের চাপে মহা ভুলই হয়ে গেছে। "
এবার দুজনে মিলে যায় বিরিয়ানি ঘরে,
আবার বেড়াতে হবে খানাপিনা শেষ করে।