সেদিন ট্রেনে খোলা জানলা হাওয়া ত্রাসে ত্রাসে
গন্ধে শুকনো চুলে আনন্দে খেলছে পাশে পাশে।
অবাক চোখে দেখেছি কত লোক এ ছবি আঁকবে,
ভেবেছি ডানামেলা পাখি কেশ হয়তোবা ছাড়বে।


ইচ্ছেমতোই বাঁধনে ভেবেছি রাখবে নিবিড় বন্ধনে,
খেলায় মেতেছো পৌষালী বা ফাগুনের মনোবনে।
সিঁথিপথের নিশানে মিশেই যাবো এলোচুল হয়ে,
শ্বাসের অভাবে ইচ্ছেগুলোকে পারলে যাও সয়ে।


মেঘলা রাতে চাঁদ কি জানে কোথায় সে হারিয়েছে?
বর্ষার ঝাঁক হয়ে বুরবাক ওই কেশদাম ভিজিয়েছে।