অসীমের দিকে চে‌য়ে থাকা
সেই নীল চোখ দুটোতেও আজ,
তুমি আতঙ্ক কেন ছড়িয়ে দিলে
ওগো যুদ্ধ?


এমন দিন কি কখ‌নো আসবে?
যেদিন সৈনিকেরাও বলবে
নীল চোখে আমি সন্তানকে দেখেছি,
আমি দগ্ধ!


আর কতদূরে মানবতার শিবির?
এমনও কি হতে পারে
কোনো যোদ্ধা বৃদ্ধা মাকে স্মরণে রেখে ...
হবে ক্ষুব্ধ?


না কি স্বপ্নের বিস্তার শুধু স্বপ্নজালেই ???
নরকঙ্কাল কিংবা মনের জঞ্জালকে ভেদ করে
সূর্যোদয়ের সেসব লগ্ন হয়না ক্রুদ্ধ...
আর তাই বারে বারেই বেহুঁশ খোঁজে যুদ্ধ!!!


হায় রে কলিঙ্গ,
চণ্ডাশোক হতে আর হয় কোথায় ধর্মাশোক?
কোথায় বুদ্ধ...