আমি সূর্যের মতো নই!
তাই আমার আলোকোজ্জ্বল প্রশংসায় মেতে
উঠবে না অনেকেই।
আমি আলো ছড়াতে চাই কোমলমতি প্রাণ
থেকে কঠিন হৃদয়ের গহীনে! কিন্তু; পদে
পদে
ব্যর্থ হই প্রতিকূলগামী প্রতিবন্ধকতায়। তাই
তো; আমাকে ভেবে কাটবে না বিস্ময়।
আমার সূর্যের মতো নেই কোন আলোকসম্ভার
কিংবা প্রখর তেজ, যে মৃতপ্রায় উদ্ভিদকে
সবুজ করবে।
আমি খুব তুচ্ছ, সাধারণ, চাঁদের
মতো বাঁচি সূর্যের কাছে ঋণী হ’য়ে!
আমি অন্ধকার রাতে পৃথিবীর বুকে পথহারা
পথিককে পথ দেখাই জোনাকি জোছনায়।
তাই আমার জোনাকি হ’য়ে বাঁচতে ইচ্ছা
জাগে সবসময়।
তার ক্ষমতা আর আমার
সক্ষমতা সমকক্ষে পৌঁছাবে…একদিন! কারো
প্রাণপ্রদীপে হয়ত আলো জ্বালাতে পারবো না
কখনোই!
তবু বেঁচে রবো প্রদীপের বুকে
সলতে হ’য়ে…।
এভাবে মিটমিট ক’রে জ্বলে
মানুষকে আলোর পথের কথা ভাবাতে পারি,
দেখাতে পারি অন্ধকারময়তায় প্রগতির
আলো।
তবেই হয়ত স্বার্থকতা পাবে আমার
এই তুচ্ছ জন্মের…।