আজ বসন্ত দেখলাম,
প্রকৃতিতে নয় তবে ,
শীতকে বিদায় করে এখনো বসন্ত
জায়গা করতে পারিনি প্রকৃতিতে ।
পাতা,ফুলহীন কৃষ্ণচূড়ার গাছে
কোকিলের সুরের বিপরীতে কয়েকটি
কাককে ডাকতে দেখলাম মাত্র ।
১ লা ফাল্গুনের চারিদিক এখনো হতাশ,তবুও
মনে হয় বসন্ত এসেছে,
বসন্ত দেখলাম বাসন্তী রঙের শাড়ি পরিহিত
ফর্সা রমনীর মাথায়,
নকশা সজ্জিত হাতে ।
কত রঙে সেজেছে অাজ কৃত্রিম ফুলে,
ফুল যদিও ফুটেছে সেটা বিক্রির জন্য শুধু
নার্সারীর মাত্র।
তাই বসন্ত অাসেনি
তবুও বসন্ত দেখলাম
রমনীর শরীরে,কৃত্রিম বসন্ত সে ।