তোমাকেই খুজি হে-তিমির হননের কবি
তোমাকেই খুজি
ধানসিড়ির তীরে,তুমি আসতে চেয়েছিলে
ফিরে,প্রতীক্ষায় রয়েছি !
প্রতীক্ষায় রূপসী বাংলা ,সেই
কাঁঠালছায়া,কার্তিকের নবান্ন;আজ বহুদিন
থেকে ।
তুমি এসো শঙ্খচিল,হাস,শালিখ কিংবা
ভোরের কাক হ’য়ে ।
তোমাকে স্পর্শ করবে বলে পথের দূর্বাঘাস
ধানসিড়ির জল মাথায় নিয়ে
বেঁচে আছে কত বাসনায়।
আমার বিশ্বাস তুমি আসবে,তুমিতো অমর,
সত্যি তো এটাই তোমার মৃত্যু একটা রহস্য
তোমার বনলতা সেনের মতো ।
...
প্রিয় কবি জীবনানন্দ দাশের জন্মদিনে
তেনাকেই উৎসর্গিত-