ধোঁয়ার মিছিলে পুড়ছে ঠোঁট
প্রেমিকা নিভিয়েছে প্রেমের বাতি,
কলমের নীল শুকিয়ে গেছে,
কবিতারা সব আত্মঘাতী।


ডায়েরির পাতায় কাগজের নৌকা,
রোজ ভাসিয়ে দিচ্ছি জলে,
একা একা লাগে হাজার ভিড়েও,
একেই কি একাকিত্ব বলে???


দিনের আলো আগুন সমান,
ঘরের মাঝে ঠাঁই ,
বৃষ্টির জলে চোখ ভিজিয়ে
একটুখানি সুখ পাই।


শুকিয়ে গেছে চোখের জল,
অভিমানের আঁচে,
ফিরছি বেঁচে  মরতে গিয়েও,
বাস্তবতার ধাঁচে।