নব জিজ্ঞাসা মোর,
তোমাদের পানে।
রাত জাগিয়াছ, ভোর দেখিয়াছ
কোন সে মোহের ঠানে??


স্মার্ট যুগে এসে স্মার্ট সেজেছো,
আপনাকে ভেবেছ মহান।
কিছুই হও নি, কিচ্ছু করনি  
গড়িয়াছ তাদেরি সমান।


যাহারা তাদের পাপের শহরে
অনবরত হেঁটে বেড়ায়।
তুমিও সেই, তাদেরই মতো কর
আপন পাপের বড়াই।


ই-ন্টা-র-নে-ট!
সে তো সহজ করেছে
মোদের কঠিন জীবন।
ঘুমের নরকে জোড়ে দিয়েছে
নতুনের সংযোজন।।


রাতের পরে রাত কেটেছে
ফেসবুকে আর টিউবে।
স্ক্রলিং করে জড়িয়েছ নিজেকে
অসার গল্পের-ই কিউবে।


গুগল আর বি-পি-এন জোড়েছ,
মশগুল আঁধারের-নীল সাইটে।
নিজের কাছে নিজেই হেরেছ
আপনারি রচা ফাইটে।


মিথ্যের জালে নিজেই ফেঁসেছ
মডার্ন সভ্যতায়।
গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড সেজেছ
মিথ্যে মোহ মায়ায়।


চ্যাটবট আর ভিডিও স্ট্রিমিং এ
করেছ সময় পার।
ভাবুনি হায় একটি বারও,
কি হবে আগামী-তোমার।


দিনের পরে রাত আসে,
আর রাতের পরে দিন।
বহু সময় তুমি হারামে লিপ্ত,
খুজে ফের প্রতিদিন।


মেসেঞ্জার এর মেসেজ এ তুমি
করেছ ঠাট্টা হাসি।
অভদ্রতা আর নোংরামি দিয়েছে
ইমু, ওয়াটসএপ, টেলিবাসি(টেলিগ্রাম)।


ট্রেন্ডিং আর ভাইরাল টপিক এ,
নিজেকে হারাতে চাও।
জানতে পারলেই পুলকিত হবে তুমি
আগেই তা ভেবে নাও।।


ডো-পা-মি-ন এর নিঃসরন,
বার বার তুমি ফোকাস হারাও।
শত!
নো-টি-ফি-কে-শ-ন।


লাইক আর কমেন্ট, পেলে তব খুশি
খাওয়া-নাওয়া সবই গোল্লায়।
হায়রে যুবক হায়রে শাবক
কোথায় এ বিশ্ব হারায়।


এ তো অতিশয় মস্ত বোকামি,
জান না আজ-ও হে নির্বোধ-তুমি।
সেলিব্রেটিজমের অসুস্থ প্রতিযোগিতা
সম্মানের-দীনতায় করে ভ্রমি।


বার বার তব করিয়াছ ভুল
ধরিয়াছ কোন হে পথ।
সময়ের পর সময় ফুরিয়েছো
করোনি তা অনুভব।


তোমাদের যত গ্লানি হতাশা
বাড়িয়েছো যুগে যুগে।
নিজের রচিত কারাগারে তুমি
ক্লান্ত হও নি ভোগে।


শত রাত তুমি পাপের শহরে,
হারিয়েছো কত প্রহর।।
ক্লান্ত হও নি কখনো তুমি
ভাবিয়া সেসব স্বর।।


আমার কৈফিয়ত,,,


ফিরে এসো তুমি, তোমার শহরে
পা-প-কে  ক-রে দিও ব-লি।
লোকে যা পারুক করুক সমালোচনা
যত করুক বলাবলি।।


ঘুমের সময়ে ঘুম হবে মোদের
ফজর হবে না কাযা।
সময়ের কাজ সময়ে করিব
মোদের হবে না সাজা।


পাপের রাজ্য, রাতের রাজ্য,
ঘুমের নরকে না ডুবি।
ভোরের আকাশে ছড়িয়ে দেব মোরা
পূণ্যের যত-শত ছবি।


পাখিরা সব করে কলরব
রক্তিম রবি- উঠবে পুবে।
মোরা গাহিব তোমাদেরই জয়গান
তবেই তো প্রভাত হবে।।