মহীয়ান স্রষ্টা তুমি,


এ মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছ
তোমার, নব নব সৃষ্টির মহিমা।
অপরুপ রুপে সাজিয়ে গড়েছ
নেই যে তাহার কোনো উপমা।


আকাশের নীলে নীলে ভাসিয়েছ মেঘ
ঝর্ণার কলকলে দিয়েছ আবেগ।
পাহাড়ের ধীরতায় মিশিয়েছ তুষার
নদীর গহীন স্রোতে তরীর পারাপার।


মাঠে মাঠে সবুজের সমারোহের মেলা
শিশিরের স্নিগ্ধতায় করে,টলমল খেলা।
দিগন্তে সূর্য সমুদ্রে ডুবে
রামধনু রং খেলে পশ্চিম ও পুবে।


তোমার মহান সৃষ্টির মহিমা, করিয়ে বর্ণন
জানি তো হবে না শেষ অপার এই ক্ষণ।
তাই মোরা জানায় প্রভু মোদের পরিতাপ
ক্ষমা করে দিও তুমি যত-শত পাপ।।


রাতুল হাসান(০৫-১২-২৩)