আজ আমি অবসরে আছি -
হয়তো তুমিও আছ!
কিন্তু তোমার ঠিকানা তো জানি না,
তবে কী এটাই প্রথম, এটাই শেষ।
কোথায় খুঁজবো তোমাকে?
তুমি তো অজানা,
সর্গরাজ্যের অপ্সরা আমার কল্পনার সর্বত্র বিরাজমান তুমি।
কী দুঃসাহসি চাওয়া আমার!
নাহ, আমি তেমন কিছই চাই না,
শুধু তোমার দুটো চোখের চাহনি আর হালকা নীল চাঁদরের মায়াটা দূর থেকে উপলব্ধি করতে চাই।
একবার শুধু একবার ;
জানি তা কখনও হবে না!
তবে কেন আজ সকাল সন্ধ্যা তোমাতে পদ্য লিখে যাই,
তবে কী আমি...?
নাহ; তা কেন হবে আমি তো তোমায় জানিই না,
কে তুমি কেন আমার কল্পনার রাজ্য ঘেরাও করে রেখেছো?
তবে কী তুমিই সেই কল্যানী?