ওভাবে একবার চেয়েই চলে গেলে?
ফিরে দেখার প্রয়োজনবোধটুকুও করলে না?
আমার হাতে ফুল নেই; তোমাকে ফেরানোর
কবিতাও আওড়াতে পারি নি;
দুহাতে আমার পোরা ছাই ছিল পূর্ণ-
সেও কি দেখনি?
তা যে তোমার আশায় মত্ত হয়ে ছিল-
তুমি আসবে, ছোঁবে দুটি হাত-
আর সেখানে ভস্ম থেকে জন্মাবে অঙ্কুর,
এরপর একটি স্বপ্নের চারা, তারপর কত ফুল!
নাহ, নাহ, কিছুই দেখলে না তুমি।
আমার হৃদয়ে লীন অনুভূতির কলঙ্ক
লেপটে দিয়ে মুখ ফেরালে ওভাবেই।
বদ্ধ অনুভূতি যে তোমারি স্বপ্নে বিভোর হয়ে ছিল-
তুমি কাছে আসবে, ভালবাসি বলবে-
আর একে একে পুনর্জন্ম নেবে সকল অনুভূতি!
নাহ, নাহ, তার কিছুই আর হল না।
তুমি ওভাবেই মুখ ফেরালে, ফিরেও দেখলে না।
আমার হাতে ফুল ছিল না, ফেরাব কি করে তোমায়!
কবিতাও আওড়াতে পারি নি কোন।
অপদার্থের সার্থক কলঙ্ক লেপটে দিয়ে তুমি
ওভাবেই চলে গেলে, ফিরে দেখলে না আর একটিবার।


২৯ এপ্রিল, ২০২০